আবার এলে বৈশাখে
অজিত কুমার কর
আমার বাড়ি আসছ তুমি
আবারও সেই বৈশাখে
ঝরে গেছে পলাশ-শিমুল
একটিও ফুল নেই শাখে।
কী উপহার দেবো তোমায়
আছে কেবল গন্ধরাজ
ও ফুল দিয়েই করবো বরণ
সৌরভে মন ভরবে আজ।
ঘাটে আছে নৌকো বাঁধা
নদীতেও প্রচুর জল
কৈলাসে মা যাবার পরেই
ঝরে গেছে সব কমল।
জানাইনি তো তোমায় আগে
আজকে আমার জন্মদিন
মায়ের হাতের পায়েস পাবে
সকাল থেকে মন রঙিন।
যেই বলেছি আসছ তুমি
আমার দিকে দৃষ্টিপাত
চোখের ভাষায় সম্মতি দান
হাজির হলে তৎক্ষণাৎ।
© অজিত কুমার কর