তুই যে আমাকে ভালোবাসিস এটাই তো একটা চরম ভুল।
আর এই ভুলের জন্য আকাশ ছুঁয়া অহংকারের যে প্রাপ্তি
সেটা আমার এবং এখনও আমার। তাতে তোর ভাগটুকু
কতখানি তা আজও জানা হল না।
তাইত তুই আমার অনেক ভুলের ফর্দ নিয়ে যখন আমাকে
শুধরাতে চাস তখন আমি কিছুতেই বুঝি না আমার
ভুল হয়েছে কোথায়?
-আমি আকাশে চাঁদ না দেখে তোর মুখের দিকে চেয়ে থাকি,
-আমি ইউ টিউবের গানে মনযোগ না দিয়ে তোর মুখের কথা
শুনতে ভালোবাসি,
-আমি বাতাসে গা এলিয়ে না দিয়ে উড়ন্ত তোর শাড়ির
আঁচল দেখি কিংবা এলোমেল হাওয়ায় ভেসে যাওয়া চুল,
-আমি শিশির নাওয়া সকাল না দেখে জলে ভিজে যাওয়া
তোর চোখের মানে খুঁজি,
-আমি তোর আদুরে ঠোঁটের বাহারী রঙ না দেখে বরং বুঝতে
চাই তোর হাসির মধ্যে আনন্দ বা বেদনার নেশা কতটুকু,
-আমি তাই অনেক ভুলের মাঝেই আমার গভীর প্রেমকে খুঁজি।
বরং ভুল গুলোকে শুধরাতেই আমার বড্ড ভয় হয়। মনে হয়
তোকে ভালোবাসতে গিয়ে যদি ভুল না করি তাহলে কি
অনুভব করা যাবে তোর প্রেমের গভীরতা, অনুভব করা কি
যাবে- যে স্বপ্ন আর সম্ভাবনার কুঁড়ি প্রতিদিন মেলছে তার পাঁপড়ি
একটু একটু করে তাকে কতটুকু প্রেমের রৌদ্রে পুড়াতে হবে?
অথবা আবেগীয় ঝড়ের আঘাত থেকে বাঁচাতে হবে,
অথবা কতটুকু মায়ার জল ঢাললে তার শরীরে খেলা করবে
মোহনীয় মৌতাত?
আমি তাই বার বার ভুল করতে চাই তোর প্রেমের কাছে।
আমাকে ভুলের জন্য শুধরিয়ে তাই খুন করা না হোক
আমার কুঁড়ি থেকে পাপড়ি মেলতে থাকা আনাড়ি ফুলকে।