বর্ষাকাল মানে কি শুধুই অবিরাম বৃষ্টি, আকাশে মেঘ,
পথে কাদা, নদীতে বন্যা, বাঁধ ভেংগে ফসলি খেত
উজাড় করা নিঃস্বতার কান্না!
সুদূর দৃষ্টিতে জেগে থাকা হতাসা আর হতাসা?
তাই বলে-
বর্ষাকালে কি মেঘের ফাঁকে থাকে না সূর্য রোদের খেলা?
অবিরাম বৃষ্টির বিরতিতে কি থাকে না জুবুথুবু প্রানের মেলা?
পথের কাদা মাড়িয়ে কি থাকে না প্রিয়জনদের কাছে ঘরে ফেরা?
বর্ষকাল মানে নয় কি নদীতে নতুন মাছের পেট ডিমে ভরা?
বাঁধ ভাংগা বাঁধ কি শেখায় না- কি ভাবে বাঁচতে হবে আগামী দিন?
কান্নার পরে হাসিই তো থাকে হোক না যতই নিঃস্বতার ঋণ।
তেমনি ভালবেসে আজ নাহয় কোন কারনে দুঃখ গেছে বেড়ে,
ভুলবুঝাবুঝি সেও তো সম্পর্কেরই অকাট্য অংশ।
হাসিরা মিলিয়ে গেছে গভীর অভিমানে তা যাক না,
মান অভিমান ছাড়া কি গভীর হয় ভালবাসা?
কতবার প্রতিজ্ঞা করতে হয় আর কথা বলব না,
মাড়াব না ছায়াটিও, এবার সত্যিই আড়ি আড়ি আর আড়ি।
যত আড়ি ততই আরও কাছে আসা।
তা না হলে যে ভালবাসা হয়ে যায়-
ধু ধু মরুভূমির বুকে মরিচিকার মত।
যেন মেঘ নেই তবু মেঘ,
জল নেই তবু জল,
পথ নেই তবু পথ।
এ যেন কেবল ছায়া নেই আছে পিপাসা,
কোন ঠিকানা নেই আছে শুধু দীগন্ত,
ভালবাসার জীবন নেই আছে কেবল মরণ।
তাই ভালবাসা আর বাঁচে না।
কিন্তু আড়ি দেয়া ভালবাসায় তো থাকে আমৃত্যু জীবনের গল্প।
২৭ জুলাই, ২০১৯।