শেষ অবধি তবুও পারলাম না
আমার আমিকে প্রমান করতে আমি নির্দোষ,
আর কত দিন বল কতটা বছর
বাঁচতে হবে তোমার সাথে রপ্ত করে আপোষ।
একেকটা মানুষ ভিন্ন রকম
ভিন্ন তাদের চলা ফেরা, চাওয়া পাওয়া আদর্শ,
সে ভাবেই হয়ত সে বেঁচে থাকে
যেমন বেঁচে থাকে একফসলি গাছ দিয়ে শস্য।
সৃষ্টি থেকেই চাঁদ কলঙ্কিত
তা জেনেও চাঁদ কি শুধরিয়েছে তার কলঙ্ক?
নাকি আমরাও নাক সিটকে
দূরে সরে যেতে যেতে ছড়িয়েছি ভুয়া আতঙ্ক।
ফুল তুলতে বিঁধে কাঁটার আঘাত
তবুও ফুলকে ভাল না বেসে কে করেছে ঘৃণা?
ফুল তো আসে না কারও কাছে
হোক সে ফুল পাওয়া নয়ত অর্থ দিয়ে কেনা।
ফুল ফুটুক আর না ফুটুক
বসন্ত কি কোকিলকে আসতে বলে বাগানে,
নাকি কোকিলই তার প্রেমে পড়ে
কুহুকুহু ডাকে, শাখায় শাখায় বসে আনমনে।
তাই তো ভালবাসা যাই হোক
প্রেম কিন্তু একক অনুভূতি নয়, উভয় মূখি,
বুঝা পড়াটা একেবারে দুইয়ে
নইলে প্রেমে পড়ে সুখি নয় হতে হয় দুঃখি!
২৭ মার্চ, ২০১৯।