শত শহস্র দয়া দাক্ষিন্যের ভালোবাসার চেয়ে
তবুও ভালো যদি নিমিষেই ভেসে যাই তোমার
অবজ্ঞার ভাবনায়- নিজেকে বঞ্চনায় মুড়ে,
তবুও সেই ভালোবাসা চাই না, যেখানে কেবল
মনে হয় ভালোবাসায় প্রতিক্ষিত কাব্য শরীর
কংক্রিটে তৈরী- ঝলসায় না আগুনে পুড়ে।
চোখে জল অথচ অভিমানের মনটায় খিল
অবাঞ্চিত কোন বাস্তবতার দেনা পাওনায়
আবেগ যদি থমকে থাকে আকাশসম স্বপ্নে,
তবে চাই না প্রেম, যেখানে অভিমান নেই,
ভুল বুঝাবুঝির পরে সমঝোতার ভীত নেই,
কাছাকাছি আসা প্রতিক্ষিত অভিসার লগ্নে।
কাছে এসেও যদি দূরে থাকার মত মনে হয়,
মনে হয় প্রতিক্ষিত এ ভালোবাসায় ভবিষ্যত
বলে আছে শুধু বিস্তর শুন্যতা আর উপেক্ষা,
তাহলে একে কি বলা যায় প্রেম ভালোবাসা?
এর চেয়ে ঘৃণাটা অলক্ষ্যে অজান্তে না পেয়ে
সরাসরি পেলে, মনে হবেনা এ অজানা ভিক্ষা।
এমন অনেক অবজ্ঞা দুঃখ আর বেদনা নিয়ে
আমি না হয় দূর থেকেই তোমাকে আজীবন
ভালোবেসে যাব, তবুও দেবো না বিন্দু অভিশাপ,
হয়ত কোনদিন চোখের আড়াল হব, যতই বল
কখনও হব না মনের আড়াল, বঞ্চনার মৃত্যু সুধায়
এতোটুকু জেনো ভালোবাসায় হয় না কোন মাফ।
০৫ জুলাই, ২০২০।