আজ না হয় হোক রোদের সঙ্গে বৃষ্টি রোধের খেলা
মাছরাঙ্গা ভোর দুপুর হোয়ে দিক না হামাগুড়ি,
মেঘের রাজ্য ঢাকুক না হয় জল ধরা সামিয়ানায়
আলসে মনের আঙ্গিনাতে শুকাক জলের বাড়ি।
আজ না হয় হোক শুকনো পথে ব্যস্ত পায়ে হাঁটা
উড়ুক বালিয়াড়ি হাওয়া তবু ঘুরুক কাজের চাকা,
ঘর কুনো মন উষ্ণতাতে আড়মুড়া ক্ষন ভেঙ্গে
পিছুটানের উপেক্ষাতে রোদের মেলায় দিক দেখা।
আজ না হয় হোক একটু বেশী বদ্ধ মনের চঞ্চলতা
বক সন্ধ্যা নামুক না হয় সিঁদুর রাঙ্গা সীমান্তে,
ঘরমুখিতার বিহ্বলতায় মন তবু চুপিসারে শান্ত হোক
ভালবাসার রাত কাঁদুক বুকের মধ্যে অজান্তে।
আজ না হয় থাক তোমার মুখে গুমড়ো মেঘের ছটা
তবু ভাসুক দুরের আকাশ নীলের আলো মেখে,
অভিমানী কান্নাগুলো মুক্তো হোয়ে জ্বলুক দুটি চোখে
ভালবাসার ভায়োলিনটা বাজুক বুকের মধ্য থেকে।