শুভরাত্রি জানাতে গিয়ে আজ
তোর পাঠানো রাতের শেষ ছবিটার
দিকে চেয়ে হোঁচট খেল প্রেম!
ওমনি মরুর তৃষনার মত ওষ্ঠের
বিরহী রস জিহ্বার ডগাকে উষ্মতার
স্বাদ দেবে বলে নড়েচড়ে উঠল।
নিজস্ব ভাবনায় বিগত কোন বাসি
আদর তার ঢাকনা খুলে বলল-
আবার কখন ভরা অভিসার হবে?
এবং চুম্বনের বানভাসি জোয়ারে
ভাসবে বলে কবে আবার মিলন
হবে দুটি প্রতিক্ষিত বুভুক্ষ প্রানের!