এত ভালোবাস তবু
মন নিয়ে কেন এত ভয়,
মন কি তাসের খেলা ঘর
একটু ঝড়েই ক্ষতি হয় ।।
এই যে তোমার এত ভাললাগা
দুটি মন নিয়ে কত স্বপ্ন বোনা,
কি হত যদি কোন দিন আর
ভালবাসি তোমাকে নাই হত শোনা।
হৃদয়ের আলড়নে অনুভবে ক্ষনে ক্ষনে
প্রেমকে খুঁজে নিতে হয় ।।
এত সহজেই কেন মানবে তুমি
তোমার প্রেমের নেই কোন দাম,
নাইবা থাকল কোন নীল মনিহার
দুজনাই দুজনাতে কত যে হারালাম।
আমার এ জীবনে বাঁচা আর মরণে
তুমি ছাড়া নেই কোন বিস্ময় ।।
২০ আগস্ট, ২০১৯।