তুই চাইলেই আমি আটখানা
হোয়ে যাব আহ্লাদে,
তুই চাইলেই আমি আটকাব
আটটা স্বর্গের ফাঁদে।
তুই চাইলেই আমি পাঁচ ফোঁড়নে
নিজেকে করব সুভাসিত,
তুই চাইলেই পঞ্চ ইন্দ্রীয়ের ঘোরে
তোকে করব উদ্ভাসিত।
তুই চাইলেই ১৯ এর উদ্দীপনায়
তোকে জড়াব নব যৌবনে,
তুই চাইলেই ১৯/২০ হতে দেব না
চির সবুজ ভাবনাদের এই মনে।
তুই চাইলেই ৯/৬ করা বন্ধুদের
ছায়াও মাড়াব না এক রত্তি,
তুই চাইলেই সৌভাগ্যের ৭ আঁকড়ে
এ হৃদয়ে পুঁজব তোর মূর্ত্তি।
তুই চাইলেই শুণ্য হৃদয়ে ফিরে যাব
ফিরব না আর কোন দিন,
তুই চাইলেই তোর একক সত্তার মাঝে
আমি থাকব চির বিলীন।