আমার ভালবাসা আমার নির্ভেজাল প্রেম,
আমার অপেক্ষা আমার গুচ্ছিত শত হেম,
তোকে সুস্বাগতম যেথা নাড়ি পোঁতা হেরেম।

রক্তের শিক্ত কণায় নিক্ষিপ্ত হাজার কামনা,
ভাল মন্দের দোলা চালে এলোমেলো ভাবনা,
স্থির শান্ত হোক তোর ভেতর ভ্রান্ত স্বপ্ন বোনা।  

জন্ম তো একবারই হয় মৃত্যুও তাতে গাঁথা,
কান্নারা চোখে ভাসবে এ পুরোনো কৈতব কথা,
বাঁধন ছিঁড়বেই পেঁচানো থাক যতই শক্ত সূতা।

ভালবাসিস যে মাটি পরিপাটি তার বিছানা,
স্বাগত তাতে গা এলিয়ে দেখ কেমন বেহেস্তখানা,
সব কিছুর ঊর্ধ্বে সে যে জীবনের শেষ ঠিকানা।

তাইত বলি মন কষ্ট পেয়ে কেঁদে লাভ কি হবে,
যে যাওয়ার সে তো তোকে ছেড়ে চলেই যাবে,
তাই যতক্ষন কাছে আছি ততক্ষন থাক নীরবে।