লাওহে- মাহফুজের কাছাকাছি কোন আকাশের ঘোরেই যেন ছিলাম আমি। কি এক ঐস্বর্গীক শীতলতায় আমার দৃষ্টি ফিরল কোটি কোটি বছর বয়ে চলা টাইম লাইনের ঘন্টার কাঁটার দিকে। আমি নিজেকে আবিস্কার করলাম সুদূর সমুদ্রের কোন এক উপকূলে পর্যটনের জানালায় ঠাঁয় দাঁড়িয়ে আছি আর একটা মেঘাচ্ছন্ন সন্ধ্যা দেখছি। বুকের ভেতরে তোমাকে নিয়ে তখন গভীর সমুদ্রের জানা কি অজানা গভীর স্রোত বয়ে চলেছে।
তর সইছে না। তাই সেকেন্ড আর মিনিটের কাঁটাকে উপেক্ষা করেই ঘন্টার আস্রয় নেয়া। ভালো হত যদি টাইম লাইনে কোন বছরের কাঁটা থাকত। এমন করে সন্ধ্যা দেখার সুজোগতো কতই হয়েছে। কিন্তু আকাশে গভীর করে জমে ওঠা কালো পুয়োতী মেঘের দুধের বোঁটা থেকে যখন ঝরল বৃষ্টি, দেখি সে বৃষ্টির রঙ কালো নয়, কি অমীয় ঝাপটায় জড়িয়ে যাচ্ছিল আমার সন্ধ্যার স্বচ্ছ বৃষ্টি স্নাত আকাশ যেন তুমি জড়িয়ে আছো আমার সকল অস্তিত্ব।
ঝুম বৃষ্টি ছেড়ে আমি একটি বারও ফিরে যেতে চাইনি সে হাত ছেড়ে পর্যটনের কামনার বেডে। শুধু চেয়েছি তুমি শক্ত করে, আরও বেশী শক্ত করে আমাকে ধরো। কেউ যেন আর আমায় তোমার থেকে বিচ্ছিন্ন করতে না পারে এক মুহুর্তও। যদি কেউ করে করুক সেই লাওহে- মাহফুজের মালিক। তবুও তার কাছে আজীবন চাইব সব জীবনেই এই এক হয়েই যেন থাকা হয় তোমাকে সংগে করে টাইম লাইনের অকাট্য ফ্রেমে অনাগত দিনেও।
৫ জুন, ২০২১।