সুপ্রভাত হে বন্ধু আমার ফুলেল সুপ্রভাত-
তোমার পবিত্র ভালবাসার জন্য হৃদি অভিবাদন,
আকাশ থেকে যে তারার মালায় বাঁধলে আমায়
বিবর্জিত হোক সে মালা থেকে কষ্ট কান্না রোদন।
রাত তোমার দু’চোখে আজ থাকনা একটু ঝুলে
তবু কত স্বপ্ন আর গল্পরা তো বাঁধল বাসা,
বেঁচে থেকে যেটুকু বাতাস নিচ্ছ বুকে টেনে
ভেবে নিও তার সবটুকুই যে আমার ভালবাসা।
কাজ পড়ে থাকতেই হবে দিনের অবসান
বুকের মধ্যে জমবে ভাষা জমবে অনেক কথা,
ছন্দ চিনে আমার জন্য লিখ কবিতা
আদর ভরা কন্ঠ দিয়ে শুনিও সে গান।
তারার দেশেও ভেসে বন্ধু থাকবে ছোট্ট চাওয়া
তোমার সুর আলো হয়ে জড়ায় যেন দেহ,
সুখের বন্যায় বুকের মধ্যে লুকিয়ে রাখব তোমায়
আমিই শুধু জানব সে প্রেম জানবে না আর কেহ।