শুভ হোক সকাল, শুভ হোক আজ সারাটা দিন,
থাকল নাহয় চিরদিন তোর কাছে আমার কিছু ঋণ।
শুভ হোক সন্ধ্যা, শুভ হোক স্বপ্ন ঘেরা সারাটা রাত,
ভালোবেসে তোর কাছে পেলাম নাহয় শুধুই আঘাত।
ভালোবাসুক কুয়াসা তোকে, ভালোবাসুক প্রভাতি রোদ,
চিরদিন ঋণী থাকতে তোর ঋণ নাইবা করলাম শোধ।
ভালো থাক তোর রাতের গল্প, ভালো থাক তোর স্বপ্ন,
তোর প্রেমের রোগেই মরতে না হয় আরও হব রুগ্ন।
সুন্দর হোক আগামী দিন তোর, মসৃণ হোক পথ সকল,
আমার ছায়াটুকু নাইবা মাড়ালো তোর সোনালি ফসল।
সত্য হোক তোর ভাবনা, সত্য হোক যত সব অনুমান,
আমার প্রেমও মিথ্যা যে নয় মিলবে একদিন তার প্রমান।
সুখে থাক গুছানো বাগান সুখে থাক তোর প্রজন্ম ভাবনা,
সর্বদা তোর মঙ্গলই যেন চাই এ আমার আমৃত্যু কামনা।
১৯ ডিসেম্ব, ২০১৯।