তৃপ্তি অতৃপ্তি নিয়ে জীবন বেশ চলছিল।
তবু সবকিছু এসে কেমন থমকে গেছে
সম্মুখে দেখি পুলসিরাত,
আলো দেখবে বলে জরায়ুর মুখ খুঁজে।
যদিও ভালোই ছিল মানব শিশুরা গর্ভে
পরম যত্নে তিনশত দশ রাত।
মহামারী কারবারি সেটাও তারই দোকান।
ক্রেতা হয়ে মানুষ তুমি কি কিনলে সে হাটে
বিশ্ব চরাচর আজ নগ্ন ফোরাত,
মৃত্যু প্রহর গুনতে গুনতে মৃত্যুর সাথে বাস।
নিজেই মরে গেছো নাকি আছো বেঁচে তবু
কার জন্য চাইবে মাগফেরাত।
তারারা করে কানাকানি চন্দ্র-সূর্য ঝলকায়।
আরশে আসীন হয়ে কি ভাবছেন বিধাতা
সে তো খুঁজে না অজুহাত,
মৃত্যু একবারই হয় তবু চাই সওদায় মৃত্যু।
সেইই তো ছিল আসমানী আদেশ নিশেধ
অথচ সুজোগ করছি বেহাত।
১৫ জুলাই, ২০২১।