মূর্খ কি আর গাছে ধরে
নাকি জন্মে পাতালে?
জ্ঞানি তো হয় না কেউ
যতই বলুক মাতালে।
ছুঁচোর নাকি গন্ধ যায় না
যতই মাখুক আতর,
কাক কি আর হয় ময়ূর
পাল্টাক যতই গতর।
কুকুর কি কামড়ায় বুকে?
কামড়ায় পায়ে পায়ে,
কুঁজোর কি আর সাধ্য আছে
চিত হয় মাটির গায়ে?
চৌকি কি আর চৌকিদার হয়
দুই পায়ে করলে খাড়া,
বিড়াল কি আর ব্যাঘ্র হবে
যতই গোঁফ খাক নাড়া।
বকধার্মিক কি আর হবে বক
যতই লাগাক শুভ্র পাখা,
গীবত করা জেনা তুল্য, তাই
মনটা চাই পরিস্কার রাখা।
বেশরম কিছু মানুষ আছে
গায়ে পড়ে করে বিবাদ,
লাজ শরমের ধার ধারে না
বেজন্মার নোংড়া স্বাদ!
১২ অক্টোবর, ২০২০।