শুভ জন্মদিন হে পিতা
- পলক রহমান।
উত্তাল মার্চ কেন বলি
কেন ’৭১ এর মার্চ হল এত ঊর্মিলায় উত্তাল,
কিসের জন্য ছিল এত প্রতিক্ষা
স্বদেশ শ্লোগানে মুখরিত, সর্বত্র এত হরতাল।
সমুদ্রের উঁচু তরঙ্গের মতই
জন সমুদ্রে সেদিন দুলছিল রেস কোর্স ময়দান,
স্বাধীনতার জন্য একটি আদেশ পেতে
বাঙালি জাতি সেদিন তৈরি ছিল হতে শহীদান।
মঞ্চ তখনও ফাঁকা পড়ে আছে
কাঠের শিঁড়ি বেয়ে কে দাঁড়াবে জনসমুদ্র মাঝে,
দূরে থেকে সে নায়ককে না দেখলেও
কন্ঠ শুনতে 'কল-রেডী' মাইকে কানটি পেতেছে।
অবশেষে দূর থেকে আবছায়া দেখা
এক কালপুরুষ দৃপ্ত পদে হেঁটে দাঁড়ালেন মঞ্চে,
আদেশ শোনার অপেক্ষায় উৎকর্ণ
আর কেউ না, স্বয়ং শেখ মুজিব যেন হোন সে।
"তোমাদের যা কিছু আছে,
তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে,"
সে আদেশ পেয়ে ঢেউ যেন আঁছড়ে পড়ল
দেশের প্রতিটি আনাচে-কানাচে দৃঢ় কলরবে।
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" প্রিয় ধ্বনি,
জাতিকে স্বাধীন করতে এমন উচ্চারণ
শেখ মুজিব ছাড়া আর কে দিতে পারে তা শুনি!
এমনই এক উত্তাল মার্চের জনসমুদ্রে
বঙ্গবন্ধু যে প্রিয় নেতা দেখিয়েছিলেন মুক্তির পথ,
সেই নেতা এ বাঙালি জাতির পিতা
তাঁর জন্মদিনে শুভেচ্ছা ডালিতে হোক মহরত।
১৭ মার্চ, ২০২১।