কেন গ্রীষ্মকালে পাতার ফাঁকে
গাছে ধরে গাব,
থাকে কেন কালবৈশাখীর
ঝড়ের আবির্ভাব।
কেন বর্ষাকালেই কোলা ব্যাং
করে ঘ্যাঁ- ঘুঁ,
বসন্ত ছাড়া কোকিল কেন
গায় না কুহু কুহু।
কেন শরতকালে বালুচরে
ফোটে সাদা কাশ,
সাদা মেঘের ভেলায় ভেলায়
ভরে নীলাআকাশ
কেন খেজুর গাছে রস হয়
শীত কালটা এলে,
উষ্ণ হাওয়ায় তাল পেকে যায়
ঘোর হেমন্তকালে।
না্না বর্ণের ফুল ফোটে কেন
বসন্তকাল এলে
পৃথিবীটা কেন ঢলে পড়ে
সূর্য্যি মামার কোলে।
মাথায় কত প্রশ্ন ঘোরে
পাচ্ছি না তার হেতু,
এমন স্বভাব গুনেই মোদের
বাংলাদেশের ঋতু।
০৯ জুলাই, ২০২০।