শিশির নাওয়া সকাল যেন
ধুয়ে দেয় তোমার ক্লান্ত চোখ,
সঞ্চারীতে আমায় করো স্মরণ
তোমার কথা কইবে আভোগ।
বর্ষা কি জানে বৃষ্টি কি চায়
শীত যখন কড়া নাড়ায় দ্বারে,
ঠান্ডা হাওয়া বইতে চারিপাশ
অকাল বৃষ্টি অসময়ে তাই ঝরে।
ঠান্ডা হাওয়া ভুল করেও যেন
না ঢোকে তোমার শরীর ছেয়ে,
শীতের সকাল কাটুক আলসেমিতে
রোদের আলোয় আমায় দেখো চেয়ে।
শীত কি জানে নদীর কান্না
নদী যতই থাকুক তোমার বুকে,
ধু ধু বালুর চরে পোড়ে চোখ
শীর্ণ ধারায় নদী মরে ধুকে।
বৃষ্টি ধোয়া নীল আকাশ যেন
গায়ে মুড়ায় শীতের উষ্ম চাদর,
তোমার মধ্যে যতই তুমি থাকো
পাশ ফিরলেই পাবে আমার আদর।