সময়ের সাথে তালিম রেখে
বাহ্যিক ভাবে ভাংগুক যতই আমার ঋদ্ধ গতর,
প্রতিদিন তবুও তোমায়
নতুন করে দেখছি যেন দেখছি আমার ভেতর।
সেই কবে প্রথম জানা শোনা
তারপরে ভেতর থেকে দেখছি তোমায় কত শত,
তবুও যেন হোচ্ছে মনে
তুমি কি সেই যাকে আমি দেখলাম এই দিন গত।
তুমি কি এমনই এক জন
যাকে আলো আঁধার সব খানেতে নতুন লাগে,
আমার ভেতর আমিই যাই মরে
তবুও তুমি থাকো নতুন নতুন জন্ম পুরোভাগে।
আমি অবাক হোয়ে ভাবি তখন
কোন প্রেমের আশেক দিয়ে গড়া তোমার হৃদয়,
গভীর টানের এত কাঁপন
তাইতে বুঝি আমার এ চোখ তোমাতে তন্ময়।
আমার এই দেহ অবসানে
হয়ত তুমি তখনও নেবে নতুন জন্ম নতুন দেহে,
যতটুকু পাচ্ছি তোমায় কাছে
সেটুকুতে আমার এ মন থাকুক তোমার মোহে।
আমি চাইনা কিছুই আর
আমার ভেতর বাস তোমার নিত্য নতুন সাজে,
তবুও আমার শেষ চাওয়া
মরি যেন তোমার ভেতর সকাল সন্ধ্যা সাঁঝে।