বেশ তো, সেই একাকিত্বের জীবনটাই যদি বেছে নিবে
তবে ভালবেসে কেন এত কাছে এলে,
কেন দেখালে স্বপ্ন, কেন শেখালে ফুল পাখি ভালবাসা
কেন মনকে ডোবালে জোছনার জলে।
নিঃসঙ্গতার চিবুকে হাত রেখে আমি মগ্ন ছিলাম
কত-শত ভাবনায় আমাকে নিয়ে রাত দিন,
কুয়াশার স্রোতে কখন শীত এসে আবার চলেও গেছে
অজান্তেই গ্রীষ্মের কাছে করেছি ঋণ।
কখনো হাওয়ায় ভাসা কাশফুল শরত কিংবা বর্ষা বসন্ত
কড়া নেড়েছিল কিনা এসে শুষ্ক মননে,
জানিনা কি ভাবে এখন নিজেকে সঁপে দিব বিগত বৃত্তে
যেখানে রাস্তা বেঁকে গেছে সন্ধ্যা লগনে।
নাহয় চলেই গেলে সম্পর্কের সেপটি পিন উন্মুক্ত করে
নাহয় তোমার ভালবাসার আকাশে লেগেছে গ্রহণ,
তবুও আমার কপাট খোলা হৃদয়ের স্বার্থহীন ভালবাসা
অনুক্ষন তোমায় নিয়ে করবে স্মরণ।
সাগরও কাছে আসে আবার যতই ডাকি চায় না ফিরে
দূরে চলে যায় কোন এক অজানার টানে,
তুমিও কাছে এসে চলে যেতে চাও, যাও চলে যাও দূরে
খুঁজব না কোনদিন, কেন এই বিরহ- তার মানে।
শুধু চাই নিজের দোষ ঢাকতে গিয়ে বদনাম করো না
পিটিয়ো না আক্রোশের আদিগন্ত ঢেঁড়া,
বিশ্বাসের বোতাম ছিঁড়ে রংধনু মন হোকনা যতই ধূসর
তবু জেনো, এ মায়ার বাঁধন কোনদিন যাবে না ছেঁড়া।