অনেক সাধ ছিল তোমার আমায় সাথে করে
বিলজোসনায় কাটাবে একটি রাত,
পাশে বসে জোসনার বৃষ্টি গায়ে মাখতে মাখতে
আমার হাতে রাখবে তোমার হাত।
দিন ক্ষন ঠিক করতে কতদিন কত চান্দ্র মাসে
ঘেটেছ নিয়ে কত হরেকরকম পুঞ্জিকা,
ভেবেছ মন্দ হয় না বাজে যদি বাঁশি সেই রাতে
আমায় শ্রীকৃষ্ণ বানিয়ে তুমি হবে রাধিকা।
সেই থেকে কত ভরা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে
আবার ঢলে ঢলে গেল পশ্চিমে,
পথ চেয়ে তবু বসে থাকি আমি বিলের পাড়ে
জানি না হারালে কি কোন নিঃসীমে?
ভরা পূর্ণিমার চাঁদ নেমে আসে বিলের জলে
কত কথা বলি তোমায় নিয়ে তার সাথে,
হাত দিয়ে ছুঁয়ে দিই কখনও ভেঙে যায় চাঁদ
ভাঙে মন সেই সাথে এ ভেতরটা কাঁদে।
পূরণ হবে কি এ সাধ, ভরা পূর্ণিমার চাঁদ দেখা
মিলিয়ে নিতে তোমার ঐ চাঁদ মুখ এক সাথে,
তুমিই শখ করে তুমিই আবারে হারালে কোথায়
যদি একবার এসে দেখা দিতে কোন পূর্ণিমা রাতে।
২১ সেপ্টেম্বর, ২০২০।