জীবনে প্রতিশ্রুতি এমন একটা সংস্রব
অথবা কুটুম্বিতা যা ভালবাসায় অলিখিত
দলীল হিসেবে অনেক অপ্রাসংগিকতাকেও
আড়াল করে। মনে হতে পারে প্রতিশ্রুতিই
সকল বাঁধাকে উপেক্ষা করবে। কিন্তু
সেটা সম্ভব যদি সে প্রতিশ্রুতি ভংগ হয়!
কেননা ভালবাসায় প্রতিশ্রুতি ভঙ্গ না হলে
ভালবাসা খাঁটি হয় না, আসাও যায় না
হৃদয়ের গভীরে। তাই প্রতিশ্রুতি ভঙ্গ হলে
মুখ ফিরিয়ে না নিয়ে বরং গভীর প্রেম
আর ভালবাসার জন্য সেই প্রিয় মানুষটাকে
তখন কাছে টানাই উত্তম অনুষংগ ক্রিয়া।