স্রষ্টাকে পেতে সৃষ্টির সাথে
করো প্রেম ডুবিয়ে তোমার কব্জি,
পাবে বেহেস্ত, পাবে আল্লাহ আর
পাবে নাজাতের কান্ডারি নবিজী।
প্রেম তো বিরহেরই এক রুপ
শুধুই কি ভাল লাগে আবেগ?
খোলা আকাশ কি লাগত ভাল
যদি না থাকত কিছু কিছু মেঘ।
তাইত তিনি দিনের পরে রাত
দিলেন আকাশ পাহাড় জলধি,
সুখ দিলেন আবার দিলেন দুঃখ
দিলেন হাসি কান্না জরা ব্যধি।
দিলেন বাতাস দিলেন আগুন
জীবনের সাথে যোগ জন্ম-মৃত্যু,
পেট জ্বালা করা ক্ষুধা দিলেন
দিলেন রংধনু রংগের মূখ্য ঋতু।
তাই ধর্মের সাথে জ্ঞান আহরণ
সেটাই এখনও বড্ড উপলক্ষ্য,
তুমি কি প্রেম করছ কার সাথে
সেখানে মূর্খ্যতা হোক প্রতিপক্ষ।