ঘরোয়া আঙ্গিনা ছেড়ে এ পালকি মন
সদর খিড়কি মেলে দেখে নীল আকাশ,
পায়েল বাঁধা পায়ে শিশিরদৃষ্টি ধরে রাখে
ভাবে নারীত্বের গলায় কেন এত ফাঁশ?
শুভ্র মন শুভ্র বসন শুভ্র বকের পালক
নবান্ন বিকেলে উড়ে আসে শুভ্র হেমন্ত,
বিরহ কি এতই অশরীরী অসহ্য কালো
ছাড়াছাড়ি কত পাহাড় প্রতিধ্বনি অনন্ত!
কথা ছিল তারকাঁটা বন্ধন মানব না আর
প্রেম কি সুমারির কোন দৃশ্য জনস্রোত?
খোয়াড়ী ভাবনার অনুশাসনে ক্লান্ত মন
তবু উপেক্ষা করতে চায় বসন্ত অবরোধ।
সকাল সন্ধ্যা শিক্ত দুটি মনের কত চাওয়া
কত বেলাভূমি স্বপ্ন পায়ে জড়ায় শৈবাল,
প্রনয় কি শুধুই বন্ধন পরিনয় সব শেষে
আত্মার অভিসার কি খুঁজে বৃষ্টি বৈকাল?
১২ অক্টোবর, ২০২০।