হবে বন্ধুত্বের ছোঁয়ায় কঠিন ফাটাফাটি
গান আর আড্ডায় হবে আসর মাতামাতি
ভুলে যাব বিগত দিনের কত শত ক্লান্তি,
হবে ভালোবাসার বাহুডোরে আঁটাআঁটি।
বিগত স্মৃতির আংগীনায় হবে হাঁটাহাঁটি
চাঁদের নদী পাড়ে বসব দু’জন পাশাপাশি
অভিমান নয় থাকবে শুধুই ভালোবাসাবাসি,
থাকবে ভাব, থাকবে না আড়ি কাটাকাটি।
শৈশবের কাশফুল বালু চরে করব লুটোপুটি
সন্ধ্যা শরতের মেঘ পেড়ে আনব দু’হাতে
শুভ্র উষ্মতায় ঘুম যেন না আসে আঁখিপাতে,
তোকে কাছে পেয়ে দুঃখকে আজ দেবো ছুটি।
২৬ অক্টোবর, ২০১৯।