একটা প্রেম কি থেমে যায়?
হাঁ কখনও কখনও তো থেমে যায়।
তারপর সেখানে অবশিষ্ট যা থাকে
তা ভালোবাসা, নয়ত ঘৃণা!
তখন কথারা থেমে যায়,
গল্প থেমে যায়, শিহরণ থেমে যায়,
শুধু জন্ম নেয় অবিশ্বাস, জন্ম নেয় বিরহের ভাষা
আর মৃত্যুর কাছে দেনা।
তাইত বলি- ভেবো না যেন প্রেম করে
তুমি আজীবন গিয়েছ জিতে,
এমনও হতে পারে কিছুই পেলে না তুমি
এমন কি- যে সম্মানটুকু পায় মৃতে।