ভাললাগার গল্প কি ফুরিয়ে যায়
যদি প্রেম হয় পরিপূর্ণ,
সাগরের ঢেউ কি শেষ হয়ে যায়
যদি ঊর্মিমালা হয় চূর্ণ।
পথ কি শেষ হয়ে যায় যদি থমকে
যায় দু’পায়ের ধাপ,
তারারা কি নিভে যায় দিনে যদি
ফুরায় রাতের সংলাপ।
শীতেরা লুকায় বলেই কি আর
দেবে না দেখা শিশির কণা,
মৃত্যুর মুখোমুখি তবু নুয়ায় কি
জাত সাপ বিষাক্ত ফণা।
মৌসুমী বায়ুর না থাক আনাগোনা
তবু বসন্ত কি হবে ক্ষুন্ন,
হঠাত নদীরা উধাও হলেই কি আর
সাগরের জল হবে শূন্য।
হতে পারে আলোরা হঠাত ফুরালে
আঁধারেই ঢাকবে চারিপাশ,
পৃথিবী হারাবে প্রকৃতির মেলায়
অফুরান সবুজের নির্যাস।
যেমন জলের কণার অস্তিত্ব হারালে
রংধনুর সব রঙ হয় শেষ,
তেমনি জীবনের মায়া ফুরিয়ে গেলে
ভালবাসারা হয় নিরুদ্দেশ।
অথচ কত ভাবনা ছিল এ প্রেম নিয়ে
প্রতিকূলেও হারাবে না তার টান,
পূর্ণতায় ফুরাবে না কোন গল্প ইতিহাস
সম্মুখে যতই থাকুক মৃত্যু আহ্বান।
আজ তাই নিরালায় বসে শুধু ভাবি
এ জীবন কি হারালো পূর্ণতায়,
নাকি এত প্রেম এত ভালবাসা তবু
আগামীর স্বপ্ন ভরছে শূন্যতায়!