একটা বৃত্তের মধ্যে বিন্ধু থাকতেই হয়
নইলে ছোট থেকে অসীম বৃত্ত যায় না আঁকা,
একটা রাতের গভীরে দিন থাকতে হয়
নইলে ঠাস করে থেমে যেত সময়ের চাকা।
নদীকে সাগরে মিশতে একটা পথ লাগে
নইলে জলের স্রোত কি দেখা যেত বদ্ধ বিলে?
মেঘ থেকে বৃষ্টি হতে একটা আকাশ লাগে
নইলে শত সাগরেও মেঘ হত না পৃত্থির কোলে।
ফুল থেকে ফল হতে সূর্যের কিরণ লাগে
নইলে সুফলা বনানী কি হয় বরফ আচ্ছাদনে?
পর্বত চূড়া নয় সবুজ পেতে পাহাড় লাগে
তেমনি ফুল ফোটে না শুধু ভোমরের গুঞ্জরন।
আমি ক্ষুদ্র একটা বিন্দু হয়ে বাঁচতে চাই
অথচ অসীম আমাকে টানে বৃত্তের বাইরে,
আমার ভেতরে নদীর সাথে ভাসতে চাই
অথচ মেঘের আকাশ অন্ধকারে রাখে ঘিরে।
আমি প্রকান্ড সূর্য চাই না, চাই শুধু আলো
সবুজ বনানীও চাই না, চাই একটা বিশ্বস্ত বুক,
পাহাড়ের চূড়াসম বিপুল ঐশ্বর্য চাই না আমি
চাই প্রদত্ত কারো প্রেম নিস্কন্টক বেঁচে থাকুক।
অথচ আমি অবহেলায় ভাসছি জীবন স্রোতে
কেউ বুঝে না সেথায় প্রেম কেন যে কেঁদে মরে,
মান-অভিমানটুকু প্রেমের বৃত্তে ঘুরে বিন্দু ছুঁতে
শেষে দেখি প্রেম আমায় ছেড়ে দূরে যাচ্ছে সরে।
১৬ আগষ্ট, ২০২১।