প্রিয়তমা, আমায় ভিজিয়ে দাও ঘনঘোর বরষার জলে
তবু বিরহী কষ্টে জল ফেল না তোমার ওই দু’চোখে,
প্রিয়তমা, আমাকে মরুর উত্তাপে ভাষাও ভরা চৈত্রে
তবু স্পর্সের শীতলতায় প্রেমকে বেঁধো না আর শোকে।
প্রিয়তমা, আমাকে উড়িয়ে দাও বোশেখের কাল্ ঝড়ে
তবু হারিয়ে যেয়ো না তোমার দগ্ধ খেয়ালি কষ্টে,
প্রিয়তমা, আমাকে উত্তাল জলোচ্ছ্বাসের তীক্ষ্ণ সুঁচে বিঁধ
তবু রক্তের স্রোতে খুঁজো প্রেম, খুঁজো না কেবল ওষ্ঠে।
প্রিয়তমা, আমায় ডুবিয়ে দাও অস্তগামি সুর্যের সাথে
তবু রাতের নির্জনতাকে ভেংগে দিও না নির্ঘুম হতে,
প্রিয়তমা, আমার সকালকে পাখি না ডাকা করে দিও
তবু সুখ খুঁজতে থেমে যেয়ো না শিউলি ঝরানো পথে।
প্রিয়তমা, ভরিয়ে দাও আমার সবুজ বন ঝরা পাতায়
তবু সৃস্টির নেশায় কবিতাকে চেপে ধরো নিঃসঙ্গ বুকে,
প্রিয়তমা, আমি যদি তোমার আগেই হারাই তারার দেশে
তবে তুমি আকাশ হয়ে পাশে থেকো আমায় ভালবেসে।
প্রিয়তমা, আমায় ভালবাসা দাও কেবল এমন ভালবাসা
যেখানে বৈভব নয়, বিশ্বাসের প্রদীপ থাকে অনির্বান,
প্রিয়তমা, আমাকে এমন স্বর্গীয় প্রেম আর পবিত্রতা দাও
যেন না হারাই কলংক ক্লীষ্টতায় আমাদের আত্মসম্মান।