সিঁড়ি বাওয়া আছে নেই সে পদক্ষেপ কাংখিত পথে
মিলিয়েছে কতদূর কোথায় সে পথ কে জানে?
তবুও প্রান থকতে, স্বপ্ন থাকতে, দু’চোখে দৃষ্টি থাকতে
হোক না যতই অজানা তবু প্রেম যে কাছে টানে।
বাবলার ছায়ায় কে না খুঁজে কাঁটা নম্র পায়ের তলায়
তবু তেষ্টা মেটানো ছায়ায় খুঁজে ফেরে অবসাদ,
প্রেমিকের মন খুঁজে আশ্রয়, কেউ কি ভয়ে পালায়?
তা না হলে পথই যে নিজের সাথে করবে সংঘাত।
সব কিছুতেই পথের সন্ধান লাগে স্বপ্নের কাছে যেতে
আর প্রেম? সেতো নাগামহীন রসনার আবেগ,
কখনও বাধাহীন, পথহীন, কখনও অচেনা সুরে মেতে
নিজের ভেতর নিজেই হারায় যেন মহামারী প্লেগ।
আমিও খুঁজছি যে পথে পৌঁছানো যায় তোমার কাছে
তবে সেখানে ভালোবাসাটা যে চাই ষোল আনা,
তাইত এত করেও পথের মাঝেই পথ হারাই বারে বার
তবু মিলছে না আজও তোমার পথের ঠিকানা।
২৩ ফেব্রুয়ারী, ২০২০।