অভিযোগ করার কি আছে বল
কার কাছেই বা করব নালিশ,
উপরআলা উপরে বসে দেখছে সব
নীচেও দুই স্কন্ধে সে রেখেছে পুলিশ!
কোন এক কালে ছিল অনেক আবেগ
ভালোবেসে দেখলাম কত মানুষ,
সুসময়ে থাকে তারা নিত্য আশেপাশে
দঃসময়ে সবাই উড়ায় ফানুস।
তাইত এখন মিষ্টি কথা লাগে বড় তিতা
হৃদয় দুয়ার আঁটা রাখি শক্ত খিলে,
থুথু দিয়ে যায় কি ভেজা শুকনো চিড়া?
কানটা খুঁজি আগেই নিল কিনা চিলে।
তবুও ভালোবাসার কাঙ্গাল হয়ে ফিরি
অপেক্ষাতে থাকি প্রেমের জন্য,
কষ্ট পেয়ো না সন্দেহ নিয়ে হৃদয় কোনে
এখনও প্রেমে সবুজ আমি নই বন্য।
পারো যদি ক্ষমা করো সেটাই বড় ধর্ম
যা যুগের কিতাবে লিখা স্বর্ণাক্ষরে,
জেনো তোমার প্রেমে ধন্য রব আজীবন
জানি কেউ মনে রাখে না স্বার্থপরে।
১৬ জুলাই, ২০২১।