কতটা পথ তুমি হাঁটবে আমার সাথে
বল যাবে আরও কতটা দূর,
কেউ তো একজন কোনদিন হোয়ে যাব একা
সম্মুখে তখনও পথ হয়ত সমুদ্দুর।
বোশেখের প্রথম দিনের মত কত কিছুই তো
আজও ছুঁয়ে যায় এ অবুঝ হৃদয়,
প্রথম প্রেম প্রথম চুম্বন প্রথম বৃষ্টির পরশ
অথবা সেই আমাদের প্রথম পরিচয়।
আর এই যে এতটা বছর এক সাথে পথ চলা
তোমার হাতে আজও রাখি হাত,
এ পথ হোকনা দীর্ঘ তবু সংগে করে তোমায়
হাঁটব পাইনা যতই কাঁটার আঘাত।
চোখে জল ফেলো না যদি আর এক বোশেখে
মঙ্গল যাত্রায় না থাকি তোমার পাশে,
জীবন চলার পথে থেমে যেয়ো না, যদি-
মনের পর্দায় আমার প্রেম স্মৃতি হোয়ে ভাসে।