চোখের জলে আর কত উঁচু বাঁধ দিলে
তবে উছলিয়ে পড়বে না এ চোখের জল,
প্রতিক্ষা গুলো আর কত লম্বা হলে পরে
তোর আশায় পথ চাওয়া শেষ হবে বল।
কতটুকু ভালবাসলে বলবি তাকে ভালবাসা,
তুই কি ভালবাসাও মাপিস এখন ওজনে?
নাকি দুঃখ গুলোই তোর মনে থাকে বেশী
আমার প্রেমগুলো হাওয়ায় উড়াস বিজনে।
আর কত যোজন দূরে চোখের আড়াল হলে
তোর মনের পর্দায় আমার অস্তিত্ব হবে বিলীন,
কখনও মনে পড়বে না আর আমার কথা
আমিই ছিলাম তোর প্রথম প্রেম কোনদিন।
সৃষ্টির এ নিয়মকে বাঁধা যায় না বলেই তো
রাতের পরে দিন আসে, দিনের পরে রাত,
সুখের চেয়েও এখন তাই ভালবাসতে শিখেছি
এ প্রেমের বুকে দেয়া তোর সকল আঘাত।