আজ ফাগুন। “ফুল ফুটুক আর না ফুটুক
আজ বসন্ত”। অথচ আমার ভেতর আজ
চৈত্রের খাঁ খাঁ দুপুর। শুকনো পুকুর,
শুকনো বিল, শুকনো ধূলো উড়ানো প্রকৃতি,
শুকনো হাওয়া উড়ানো ঝরা পাতার শরীর।
এমন ফাগুনের সাথে খুব একটা পরিচয়
ছিল না আমার। এমন বসন্তের সাথেও
তেমন পরিচয় ছিল না। কখনও ভেবেও
দেখিনি শুকনো রঙ হলুদ ছাড়া ফিকে হয়
কিনা। অথচ মলিনতায় আজ সকল রঙ
হয়েছে ধূসর, সব রঙ হয়েছে কাফন যেন।
তুমি নেই বলেই হয়ত এমন বিষন্নতা
তুমি নেই বলেই হয়ত আজ এত বিধূরতা
তুমি নেই বলেই কাফনের শুভ্রতায় চারিদিক
ছেয়ে সব বাহারি রঙ আজ কাতরতায় বিমূখ।