ধন্য আমি জন্ম নিয়ে তোমার স্নেহের কোলে,
না হয় আমি তুচ্ছ হলাম সমাজ কোলাহলে।
এক জনমে সব কিছু কি সফল করা যায়,
থাক না পড়ে ব্যর্থ জীবন তোমার দু’টি পায়।
বেশতো আছি তোমার পায়ে নিজকে করে দান,
আফসোস্ নেই যতই আসুক মৃত্যু আহ্বান।
ঋণী আমি তোমার কাছে এটাই বড় গর্ব
এর জন্য মা কোন দিনই হবে না মান খর্ব।
অচিনপুরে চলে গেছো আজ যদিও ভীষণ একা,
সাঁঝ আকাশে তারার সাথে নিত্য দিও দেখা।
বুঝি এখন সন্তানের জন্য করেছো কি কষ্ট,
এ জন্যই মা তুমি মহান, তুমিই চির স্রেষ্ঠ।
তাইত তোমার পায়ের তলে বেহেশত হয় ধন্য,
যেথায় তোমার সুপারিশে সন্তানেরা হয় গন্য।
মাগো তুমি ওপার থেকেও দিও আমায় আশিস,
তোমার আদর পেয়েও যেন বেহেশত পাই বকশিস।