হৃদয়ে কাঁপন লাগা কিশোর মন
বুঝেনি তখনও সারাটা ক্ষন
তোমাকেই কেন খুঁজত চোখের সীমানায়,
কি নিয়ে যে কি ভাবনায়
দিঘির জলে শান্ত হত আকাশ,
সে যেন ছিল ভিন্ন এক প্রকাশ।
প্রেম তখনও মনের বাগে
ছোট্ট কলি হয়ে ফুলের আগে
ফুটে ছিল কি না নব্য শাখে,
কিশোর কিশোরি মনের বাঁকে
এখনো সে কথা কোন নিরজনে
একা বসে ভাবি আনমনে।
কি ছিল তোমার সাথে মনের বাঁধন
অদেখায় কেন ছিল এত রোদন?
বুক ফুটত তবু ফুটত না মুখ
বাস্তবতা ছিল নিঠুর বিমুখ।
একেই কি বলে প্রথম প্রেমের ছোঁয়া,
যা আজও জীবন্ত বড্ড আবেগ ধোয়া।