সাদা বক ভাসা অঘ্রানি মজা বিলের পাথার বুকে জড়িয়ে
নল খাগড়ার প্রকৃতিই কেমন উদাস হয়ে থাকে।
সেই বিল থেকে মাথা উঁচু করা একটা শুকনো ডালের
মাথায় এক পানকৌড়ি ডুব জলের অভাবে ঠাঁয় বসে থাকে
ভুখা করুন চোখে। তার পরও কি ম্লান হয় প্রকৃতির
অপার সৌন্দোর্য্য!
সাদা বক ভাসা গ্রাম্য অঘ্রানি মজা বিলের পাথার
আমায় এমন ভাবে আকর্ষণ করে যেন ঐ সকল
বাস্তব মায়াবি রঙ তুলির ছবিগুলোকে দু’হাত
প্রসার করে শক্ত করে ধরি বুকে চেপে আর গড়াগড়ি
খাই বাঁ পাশ থেকে ডান পাশে আবার ডান পাশ থেকে
বাঁ পাশে সকাল বিকেল কিংবা রাত্রিতে।
আর-
ইচ্ছে করে শীতের শিশির নাওয়া সকাল যেন
আমাকে ভিজিয়ে দেয় তার গভীরে টেনে নিতে
ইচ্ছে করে শিহরিত উষ্ণতায় ঢলে পড়া বিকেল যেন
আমাকে ক্লান্তিহীন সুখ দেয় তার বুকে রেখে দিতে
ইচ্ছে করে বগিলা জোসনা ভেঙ্গে পড়া রাত যেন
আমাকে আদরে ভাসায় তার অকূল পাথারে।
তার পরও কি শেষ হবে সেই সকল চাওয়া-
আমি কি ভাবে সাদা বক ভাসা অঘ্রানি মজা বিলের
পাথারের মধ্যে নিজেকে হারাতে চাই বার বার অথবা
দু’হাত প্রসার করে জড়াতে চাই সে মায়াবি প্রকৃতি
যখন তার পাশে এসে ভুল করে দাঁড়াই শহর থেকে
গ্রাম্য পথ মাড়িয়ে একাকি কোন এক সকাল বিকেল
কিংবা রাত্রিতে?