মানব জন্মই মনে হয় এক রিক্ত যাযাবর,
তবুও তার স্বপ্নের ভেতর থাকে বাড়ি-ঘর।
নয়ত আভিজাত্য এলাকায় এক খন্ড জমি,
হায়রে ক্ষন জন্মা আদমের বংশ আদমি।
তবুও কত পরিকল্পনা আর নির্মান নক্সায় ভাঁজ,
অঢেল আয়োজন কক্ষের তবু মিলছে না তার সাজ।
মেঝেতে শ্বেত পাথর হবে জানালায় পর্দা মখমল,
ইরানী পালঙ্কের গদিটা নিয়ে ভাবনায় টলমল।
হে প্রভু, তোমার দুনিয়াতে আমি ক্ষনিক যাযাবর,
এ অধমের শরীর ছাড়া নেই কোন আর স্থাবর।
সেই শরীরের জন্য কেবল চাই টুকরো এক মাটি,
পালঙ্ক নয়, তাতে চার বেহারার দিও খাটিয়া পাটি।
তাতেই ধন্য হবে আমার অস্থায়ী মানব জীবন,
স্থায়ী হতে তোমার কাছে চাই সে প্রেমের মরণ।