কোলাহল এই জীবন- একদিন বড্ড ছোট হয়ে যায়,
তখন কেবল একা একা, নিজের সাথে নিজের দেখা,
নিভৃতচারী সময় গুনে জীবন যেন অচেনাকে ধায়।
প্রকৃতি সেই আগের মতই দিন রাত্রি করছে খেলা,
এরই মাঝে নিত্য সময়, কারও আশায় বসে কি রয়
তবুও জীবন আঙ্গুল গুনে করছে হিসেব সারাবেলা।
তাই কথা কই এই সময়ের সাথে সংগোপনে প্রতিদিন,
যতই সে বলে বাড়ছে বয়স, মন চাইছে তা করতে বশ,
বুকের মধ্যে ধরছে চেপে; বসন্তের এক প্রজাপতি রঙ্গিন।
ভাবি যখন মৃত্যুর কথা, জল জমে ভীরু চোখের অধীন,
চাইলেই কি আর বেশী যায় বাঁচা, প্রান পাখি ছাড়ে খাঁচা,
দেখি, বাঁধা শুধু আমিই সময় শেকলে, পাখি- বড্ড স্বাধীন।