আমি, কাঁদছি একা নিরালাতে বসে,
কে বুঝবে আমার বুকের ব্যাথা কি?
সুজন স্বজন বলছে সবাই আমি নাকি
অবুঝ হয়ে গেছি আমারই দোষে।
যার যা ব্যাথা সেই তা বুঝে,
অন্যরা কি বুঝে তার গহীন জ্বালা,
তাইত সবাই হেসে খেলে দিচ্ছে ঠেলা,
আমি নাকি কষ্টটাই বাসছি ভাল নিজে।
হতে পারে আছে যাদের অঢেল-
তারা হয়ত কষ্টটাও বাড়তি মাগে,
কেবলই সুখ তাই কি আর ভাল লাগে?
কষ্ট ভালবাসাও এখন রোল মডেল।
বুঝছে না কেউ কষ্ট আমার কোথায়,
গাড়ি বাড়ি টাকা পয়সা নাকি একটি মেয়ে!
যার, প্রেমের আঘাত ফুঁসছে বুকটা ছেয়ে,
যে নিজে সুখে থাকে কেবল আমায় কাঁদায়।
ভাল কি লাগে কবিতা এখন কিংবা খোলা চাঁদ,
দখিন হাওয়ায় নদীর বুকে ঝিলিমিলি ঢেউ,
আমার বুকে মরণ ব্যাথা বুঝল নাতো কেউ!
দিনে দিনে যাচ্ছে মরে বেঁচে থাকার সাধ।