আমি জানতাম না ভালবাসলেও ভালবাসার মানুষ
পর হোয়ে যায় কত সহজে। জানি- ভালবাসায় কান্না
আছে, তবে সে কান্না তো মায়ার, জানি- ভালবাসায়
কষ্ট আছে, তবে সে কষ্ট তো আরও বেশী করে সুখ
পাওয়ার। আমি জানি- ভালবাসায় মান অভিমান আছে,
তবে সে মান অভিমান তো আরও বুকের গভীরে টানার।
শুধু জানতাম না পর হয়ে যাওয়া কাকে বলে।
জানতাম না ভালবাসার মানুষ শত্রু হোয়ে যায়
কি ভাবে। তখন তার ছায়া মাড়াতেও এতো দ্বীধা
এত উপেক্ষা। অথচ তাকে নিয়েই এই তো সেদিনও
ছিল কত স্বপ্নের জাল বোনা, কত পর্যটন পরিকল্পনা।
সাগর আর পাহাড়ে মাখামাখি জলের ঢেউয়ে হারিয়ে যাওয়া।
কখনও সকালের সুর্য দেখবে বলে
রাতের আতংকিত ঘুম উপেক্ষা করা,
কখনও দুপুরের রোদ ধরবে বলে
সমুদ্র ঝাউ বনের ছায়া এড়িয়ে চলা,
কখনও সন্ধ্যার আকাশ গায়ে মাখবে বলে
উদোম পাথারে হারিয়ে যাওয়া,
কখনও রাত্রির চাঁদের পালকিতে দুলবে বলে
পাহাড়ের চুড়ায় হেঁটে উঠা।
অথচ একটি ভুলের জন্য কত সহজে তুমি পর করে দিলে
এত ভালবাসাবাসি। এ ভুল কার ছিল, এ ভুল কেন হল,
এ ভুলে কার কতটুকু ক্ষতি হল- ভালবাসাবাসিতে ভুল নিয়ে
কি এত ভাবনা থাকতে আছে, নাকি এত করে ভাবা যায়!
আমি তো সেও জানতাম না, কখনও জানতেও চাইনি
যেদিন থেকে জেনেছি আমি তোমাকে একমাত্র তোমাকেই ভালবাসি
এবং আমরণ তোমার মাঝেই আমি একাকার।