তুমি যদি ফাগুন হতে আমি নির্দ্বীধায় থাকতাম ঝরা পাতাদের দলে,
কচি কুঁড়ির কোমলতায় ভরে আবার আসতাম ফিরে সবুজের কোলে।
তুমি যদি বৃষ্টি হতে আমি মরুর শূন্যতা নিয়েও থাকতাম একা বসে,
আর উত্তেজিত হতাম- একদিন ভরবে বলে এ হৃদয় প্রেমের রসে।
তুমি যদি আকাশ হতে আমি শিশিরের জল হতাম ঘাসের বুকে,
ঘন কুয়াসার আঁধার ঠেলে আনন্দ হয়ে ভাসতাম তোমার অসুখে।
তুমি যদি সকাল হতে আমি রাতের অন্ধকারেও থাকতাম অবিচল,
সকল বাধা বিপদকে ঠেলে তোমার আলোয় হতাম ঘোর ঘন উজ্জ্বল।
তুমি যদি কলম হতে আমি কবিতা হয়ে জাগতাম তোমার চোখে,
সময়ের শরীর জড়িয়ে হারিয়ে যেতাম তুমি হারা একাকীত্ব শোকে।
তুমি যদি তুমিই হও কেবল তোমার মধ্যেই তবু আমি থাকব বেঁচে,
চাই না কোন আশির্বাদ শুধু চাই তোমার মধ্যে বিলিন হোই মরে পঁচে।