এখনও ফাগুন আসে
আবার সে চলেও যায়,
কুয়াসা ঢাকা সবুজ এ মন
স্মৃতির ঘায়ে ঘায়ে উছলায়।
ঝরা পাতার মতই যেন
ঝরে যায় বাসন্তি বয়স,
অলক্ষ্যে তবু জমে থাকে
বাড়ন্ত কিছু ফাগুনের রস।
প্রজাপতির রঙ তেমনই আছে
যেমনটি ছিল যৌবনে,
শুকনো ডালে কচি পাতা রঙ
এখনো তেমন আছে ফাল্গুনে।
শুধু কোথায় যেন একটুখানি
বদলে গেছে বিরহী সময়,
যতই চলে যাক এ ফাগুন
তোমার প্রেমেই মগ্ন হৃদয়।