-
লু
বায়ু
বয়না
এই দেশে,
হু হু কান্নার
বন্দিস আগলে
কাঁন্দেনা কেউ বসে।
কলঙ্ক দেয় উগলে,
রা জা কা র খায় খুবলে,
তাই এ দেশের মুক্ত মাটি
আজীবন ঘৃণা করে তাদের,
সাকা, মুজাহিদ ঐ মোল্লা কাদের।
যারা খুন করেছে বাংলার লোক,
এতটুকু বুক কাঁপেনি - করেনি শোক,
নিপাত যাক তাদের বংশ আজীবন,
যেন এই বাংলার বুকে ছায়া না পড়ে ঐ
শকূনেও যেন না খায় সেই দেহের পচন।
--------------------------------------------------------
টিকাঃ আমার লিখা “স্মৃতি সৌধ” কবিতা’র লিংক দিলাম। পড়ে এ কবিতা লিখার প্রয়াস নিলে খুশি হব http://www.bangla-kobita.com/palok/post20141124090510/