ভালোবাসাতে এ কোন দুর্দশা দ্যাতনায়
তোমার ভাবনারা এখন কেন যে আমায়
নিষ্ঠুরতায় ঘুমাতে দেয় না সারারাত
মাথার নীচে রাখি শুণ্য দুই হাত
রাখি শিমূল বীজের ঝংকারে তুলার বালিশ
আমি আর কাউকে জানাব না কোন নালিশ
কিভাবে যৌবনের সুখ আমার উপেক্ষিত
কেন ভালোবাসার শব্দরা আজ ভয়ংকর ক্ষিপ্ত।
সারা রাত সারাটা ক্ষণ এখন শুধু ভাবি
অযথা ভাবনায় যেন পড়ি মরি খাচ্ছি খাবি
এত বলি নিজের মনকে রাত দিন
সে যেন ভুলে যায় তোমার ছল করা রঙ্গিন
স্বপ্ন দেখানো নষ্ট সুখে তাসের ঘর
যা সহসাই কষ্টহীন আপনকে করে পর
এতটুকু আফসোস্ উথলায় না যে বুকে
শুধু বাঁচতে চায় যে চরম স্বার্থ সুখে।
এ বুঝি ভালই হল আমাকে কষ্ট দিতে চেয়ে
অজান্তে তুমি নষ্ট মেয়ে
আমার আগামী জীবন অল্পতেই দিয়েছ মুক্তি
চাইনা তাই তোমায় নিয়ে আর করি কুটুক্তি
বরং এই হোক আমার আজীবন চাওয়া
এ জীবনে ভুল করে যতটুকু পাওয়া
সেখানে তোমার ছলনার দাগ থাক স্পষ্ট
সেই বড় সুখ যদি ভালোবাসতে পারি কষ্ট।