তোমার বন্দরে নোঙ্গরের আশায়
পথ চেয়ে থাকি আমি আনাড়ি নাবিক,
রাতে তারাও দেখি দিনে কোম্পাস
তবু পাই না তোমার নিশানা কোন্ দিক।
প্রেমে পড়ার বুঝি এই এক অন্তঃজ্বালা
দিনরাত্রি দিকবিদিক সব হয় একাকার,
শুধু একটি ছবিতে একটি মুখ ভাসে
সে যেন আর কারও নয় শুধুই একার।
আমি কি সত্যিই কারও প্রেমে পড়েছি
নাকি কারও প্রেম নিয়ে করছি ছলা কলা,
আমি নিজেকেই নিজে স্বলজ্জ প্রশ্ন করি
নারী কি সত্যিই এত অবুঝ আর অবলা।
বড্ড বেমানান ভাবনা তোমাকে কাছে পেতে
নিজেকেই কেমন চিনতে করছি এখন ভুল,
আসলে তোমার বন্দরের ঠিকানাটা পেলে
এমন করে নিজের ভাবনা হারাত না তার কূল।
সত্যিকারের প্রেমে কূল মেলাই তো স্বাভাবিক
যেখানে চেনা বন্দরে নৌকা থাকবে চির নোঙ্গর,
না থাকুক কম্পাস তবু হারাবে না পথ নাবিক
জীবন সাথীকে কাছে পেয়ে বাঁধবে সুখের বাসর।