ফাগুনের আগাম বৃষ্টি হাওয়ায় আম জাম মুকুলের
যে গন্ধ ভাসে সে গন্ধের বিবাগী মাদকতায় অফুরান
নগ্ন উদাসি হয় মন। আর সেই সীমাহীন উদাসী
মনের ভেতর নিয়ন্ত্রনহীন শরীর যেন ভেঙ্গে ভেঙ্গে
গলে যেতে চায় মুগ্ধতায়।
ঠিক যেন তোমার বাসিমুখের গন্ধের মত।
কেমন যেন-তবুও ভাল লাগে। রাত্রির দ্বী-প্রহরে
কামনার বষ্টিতে ভিজে যেতে যেতে ভুলে যাই
বাতাসের গন্ধ। সেই বৃষ্টি শেষে কখন তারারাও
লু্কিয়ে যায় মেঘলা আকাশের অনেক গভীরে।