মাইরি বলছি- তোকে পাওয়ার জন্য,
আমি হব নির্লজ্জ এবং বন্য।
হব পানি-প্রার্থী দেবসম অসূর,
থাকবে না আমার কোনই কসুর।

তুই দেবী দূর্গা হবি নয়ত কালি,
নৃশংস আমায় করতে বলি-
উদ্ধত হবে তোর বরপ্রাপ্ত খঞ্জর ফলা,
আমি নিশ্চল ভয়শূণ্য থাকব অবলা।

আর শুধু ড্যাব ড্যাব করে থাকব চেয়ে,
তোর দিকে তোকে একান্ত কাছে পেয়ে।
দেখব তোর চোখের তারায় জ্বলছে আগুন,
আমি চাইব তখন তুই আমাকে করবি খুন!

মাইরি বলছি- তোকে না পাই যদি
এর চেয়ে জানা ভাল কোন ফন্দি,
নেই আমার। তাই এমন মরণই অনেক ভালো,  
তোর রাঙ্গা হাতে অসূরের মত সে মৃত্যুর আলো-

ছড়ায় যদি কোন শারদীয় চন্দ্র মহালয়ায়,
অথবা কেউ মৃত্যু স্মরণে মায়ায় মায়ায়,
পূজা আরতিতে ফেলে দু’ফোটা চোখের জল,
সেই তো হবে আমার অনেক বড় সম্বল।

এ ভাবে তোকে না পেয়েও আমৃত্যু বেঁচে থাকা,
মাইরি বলছি- তুই ছাড়া আমি ভীষণ একা।
--------------------------------------------
সকলকে শারদীয় শুভেচ্ছা...