সাগর বক্ষে হারিয়ে যেতে মুক্ত ঢালুর পানে
নদীর জল খুঁজে শক্ত মাটির গা,
আপন করে ভালোবাসতে মাধবিলতাও জানে
জড়িয়ে ধরতে হবে আলোর পা।
শিশুও বুঝে মায়ের বুকের দুগ্ধ পেতে আগে
ক্ষুধায় তাকে কাঁদতে হবে সময় মত,
মাধবিলতার ফুলও বুঝে গন্ধ ছড়াতে লাগে
বুকে বুকে আঁকড়ে ধরতে বন্ধু অবিরত।
আলোও বুঝে আঁধার ছাড়া তার মুগ্ধ প্রকাশ
হয় না কভু যতই থাকুক পূর্ণ দিন,
মেঘ ছাড়া, বৃষ্টি ছাড়া শুধুই সুনীল আকাশ
লাগে না ভাল হয় যদি তা বর্ণহীন।
সবাই বুঝে নিজের মতই শুধু তুমি কেবল ভিন্ন
মাধবিলতাও গন্ধ ঢালতে বুঝে সহজ মানে,
ভালোবাসা নয়ত শুধুই ভালোবেসে হোই ধন্য
কষ্ট কান্নাগুলোও যে থাকে তারই মাঝখানে।