মেঘ বলছে যাই চলে যাই
বৃষ্টি বলছে দাঁড়াও,
মাঠ বলছে যাচ্ছি ডুবে
হাতটা একটু বাড়াও।
নদী বলছে চলব আমি
পাড় বলছে বাঁচাও,
চর বলছে গড়ব আমি
ভাঙ্গনটুকু ঠেকাও।
শরত বলছে কালো মেঘের
বৃষ্টিগুলো খসাও,
আকাশ বলছে সাদা মেঘের
ভেলাটা আগে ভাসাও।
শিশির বলছে সকাল সকাল
সুর্যের তাপ কমাও,
রাত্রি বলছে আঁধার থেকে
কান্নার জল জমাও।
ক্লান্তি বলছে ঘুমাও এখন
কামনা বলছে তাকাও,
হৃদয় বলছে প্রেমের ঠোঁটে
আদরটুকু মাখাও।
বৃষ্টি বিদায় নেবে বলে
কবিতা হচ্ছে উধাও,
নতুন করে ভাবতে তোমায়
বাড়ছে শব্দ ক্ষুধাও।
আমি বলছি কবিতা নয়
একটু গল্প শোনাও,
বৃষ্টি বন্যা নিয়ে চোখে
ধরছ বালি কণাও।
এমন করলে যায় কি থাকা-
দূরে কিংবা কোথাও,
প্রেমের জন্য বন্যাও ভাল
নিজের কাছে শুধাও।